শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : মাটিরাঙ্গা ইউএনও 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : মাটিরাঙ্গা ইউএনও 

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে উল্লেখ করে মাটিরাঙ্গা ইউএনও ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম বলেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় বহুমাত্রিক যোগ্যতা ও উন্নত চরিত্রের অধিকারী হয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে  প্রাক্তন ছাত্র সংসদের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. আব্দুল জলিল, উপদেষ্টা জিয়াউর রহমান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন প্রমুখ।

এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। এছাড়াও প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম, সভাস্থলে পৌঁছালে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেয় প্রাক্তন ছাত্র সংসদের নেতারা। অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকরা ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্যসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ